পরীক্ষার বিধি

ছাত্রছাত্রীকে লেখাপড়ায় মনোযোগী করার লক্ষ্যে কলেজের অভ্যন্তরীণ পরীক্ষাগুলোকে সেমিস্টার পদ্ধতিতে প্রতিটি পরীক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষে প্রতি তিন মাস পর পর সেমিস্টার ফাইনাল ও প্রতিটি সেমিস্টারের মধ্যে প্রতিটি বিষয়ে দুটি টিউটোরিয়াল ও সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ক্লাস টেস্ট-এর ব্যবস্থা রয়েছে

পরীক্ষার তারিখ নির্ধারণ :

শ্রেণি  ক্লাস শুরুর সময় পরীক্ষার নাম সময় সম্ভাব্য তারিখ মন্তব্য
একাদশ জুলাই ১ম সপ্তাহ ১ম সেমিস্টার ৩ ঘণ্টা সেপ্টেম্বর ৩য় সপ্তাহ

পরিক্ষা শেষ

হওয়ার

পর ১০ দিনের

মধ্যে

ফলাফল

প্রকাশিত হবে

অক্টোবর ১ম সপ্তাহ ২য় সেমিস্টার ৩ ঘণ্টা জানুয়ারি ১ম সপ্তাহ
জানুয়ারি ১ম সপ্তাহ বার্ষিক পরীক্ষা ৩ ঘণ্টা মার্চ ১ম সপ্তাহ
দ্বাদশ মার্চ ৩য় সপ্তাহ ১ম সেমিস্টার ৩ ঘণ্টা জুন ১ম সপ্তাহ
জু্ন ৩য় সপ্তাহ প্রাক-নির্বাচনী ৩ ঘণ্টা সেপ্টেম্বর ১ম সপ্তাহ
সেপ্টেম্বর ৩য় সপ্তাহ নির্বাচনী পরীক্ষা ৩ ঘণ্টা  নভেম্বর ১ম সপ্তাহ

 

প্রতি সেমিস্টার পরীক্ষার পূর্বে প্রতিটি বিষয়ে ২টি করে টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

বি. দ্র.: কর্তৃপক্ষ প্রয়োজনে পরীক্ষা গ্রহনের তারিখ পরিবর্তন করতে পারবেন ।

 

প্রমোশনের নিয়মাবলী :

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি  কলেজের ছাত্রছাত্রীদের বোর্ড চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করতে হলে অবশ্যই তাকে নিম্নের শর্তসমুহ পালন করতে হবে :

♦  প্রতি শিক্ষাবর্ষে অনুষ্ঠিত পরীক্ষাসমুহে প্রতি বিষয়ে আলাদাভাবে পাশ নম্বর থাকতে হবে । অনুত্তীর্ণ শিক্ষার্থীকে   দ্বিতীয়বর্ষে উত্তীর্ণ করা হবে না।

♦  প্রতি শিক্ষাবর্ষে প্রত্যেক বিষয়ে আলাদাভাবে উপস্থিতি হার নুন্যতম ৯০% থাকতে হবে

♦  কলেজের নিয়ম শৃঙ্খলা সার্বিকভাবে মেনে চলতে হবে

♦  সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের শেষ মাস পর্যন্ত টিউশন ফি ও অন্যান্য পাওনা পরিশোধ করতে হবে